মালদায় বসেই দেশের জন্য দুশ্চিন্তায় কাবুলিওয়ালারা। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছেন তাঁরা। এখন এটাই তাঁদের ঘর-বাড়ি। তবু মন এখন দেশে।
আফগানিস্তানের বাসিন্দা গুলাব খান। মালদা শহরের বিবি গ্রামে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। একা নন আছেন অনেকেই।
অনেক ছোট বয়সে আত্মীয়-স্বজনের হাত ধরে ভারতে আসেন পারিবারিক তেজারতির ব্যবসা মালদায় শুরু করেন। যাকে সহজ ভাষায় বাঙালিরা কাবুলিওয়ালা বলে চেনে।
বর্তমান আফগানিস্তানের পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন। তার প্রচুর আত্মীয়-স্বজন সেখানে রয়েছেন। তার মুখ থেকেই শোনা গেল আফগানিস্তানে তালিবানদের অত্যাচারের ঘটনা।
এর জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে তিনি মূল পাকিস্তানকে দায়ী করেছেন। আমেরিকা রাশিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তালিবানদের অত্যাচারে ধ্বংস হয়ে যাচ্ছে আফগানিস্তানের বাসিন্দা ওসেখানকার সংস্কৃতি।