গত দু'দিন ধরে প্রবল বৃষ্টির ফলে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। ৩১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডের রেগুলেটেড মার্কেট। জলমগ্ন হয়ে বিপদ বাড়াচ্ছে।
শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ড এর অশোকনগরের দীর্ঘদিনের সমস্যা বৃষ্টির জল। সমস্যা মেটে না কোনও দিনই।
গত দুদিন প্রবল বৃষ্টির ফলে অশোকনগরের বাড়ি-বাড়িতে জল ঢুকে গিয়েছে। নাওয়া খাওয়া ভুলেছে মানুষ। ঘরে জিনিসপত্র বাঁচাতে বিছানার উপরে ঠাঁই হয়েছে সেই সমস্ত জিনিসের।
মানুষ সকালে উঠে ঘর থেকে জল বের করা তে ব্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীদের বক্তব্য সমস্যা দীর্ঘদিনের বেশি বৃষ্টি হলেই জল রাস্তায় জমে যায়। কিন্তু এ বছরে প্রথম আজ ঘরে জল ঢুকে গিয়েছে।
ভোট আসে, ভোট যায়, এলাকার বাসিন্দারা শুধু প্রতিশ্রুতি পেয়ে থাকেন, যে এ বছর এলাকায় জল জমার সমস্যা আর হবে না।
কিন্তু বৃষ্টি হলেই দেখা যায় সেই একই সমস্যায় মানুষ জর্জরিত। নতুন প্রশাসক বোর্ড আসার পরে অশোকনগর এলাকায় জলের সমস্যা মেটানোর কথা বলা হয়েছিল।
বলা হয়েছিল এলাকায় জমি সমস্যা রয়েছে সেইজন্য এবছর পাম্পিং স্টেশন তৈরি করা সম্ভব নয়। কিন্তু এলাকায় জল জমলে পাম্পের সাহায্যে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে মানুষকে কোন রকম অসুবিধা শিকার হতে না হয়।
যদিও তাঁদেরও সময়মতো দেখা মিলছে না। এদিকে পুরভবন ঝাঁ চকচকে করে কি লাভ, যদি মানুষ পরিষেবা না পায় ! প্রশ্ন এলাকার বাসিন্দাদের।
এদিন শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার মাল্লাগুড়ির রেগুলেটেড মার্কেটের বিভিন্ন স্টলের সামনে জল জমে যায়। যার ফলে কেনাবেচায় ব্যাপক সমস্য়ার সম্মুখীন হতে হয়।