scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

নম্বর কম কেন? শিলিগুড়িতে একাধিক স্কুলে বিক্ষোভ, পর্ষদের দ্বারস্থ স্কুল

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 1/9

উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ফলাফলে অসন্তুষ্ট পড়ুয়ারা। শিলিগুড়ির বরদাকান্ত ও শিলিগুড়ি গার্লস হাইস্কুলে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 2/9

মূল্যায়নের হিসেবে যে নম্বর পাওয়া উচিত, তার থেকে অনেকটাই কম নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পড়ুয়ারা এদিন স্কুলে গিয়ে সরব হন। 

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 3/9

করোনার কারণে এ বছর পরীক্ষা হয়নি উচ্চমাধ্যমিকের। তা সত্ত্বেও মূল্যায়নের ভিত্তিতে গতকাল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয় ।

Advertisement
কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 4/9

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক কাউন্সিলের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষার প্রাপ্ত নম্বর ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল থেকে নম্বর নিয়ে মূল্যায়নের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। আর তাতেই অসন্তুষ্ট শিলিগুড়ি বরদাকান্ত স্কুলের বেশ কিছু ছাত্র।

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 5/9

তাদের দাবি, একাদশ শ্রেণির নম্বর থেকে মূল্যায়নের হিসেবে যে নম্বর পাওয়া উচিত, তার থেকে অনেকটাই কম নম্বর দেওয়া হয়েছে বেশ কিছু পড়ুয়াদের।

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 6/9

তা নিয়েই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র ও অভিভাবকরা। ছাত্র-ছাত্রীদের দাবি মূল্যায়ন পদ্ধতিতে যে নাম্বার দেয়া হয়েছে তা অনেক কম।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ বসু, ছাত্রদের অভিযোগ স্বীকার করে জানান, এই নিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মধ্য শিক্ষা পর্ষদকে লিখিতভাবে জানানো হয়েছে।

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 7/9

অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের ফলাফলে অকৃতকার্য হওয়ায় শিলিগুড়ি গার্লস হাইস্কুলের বেশ কিছু ছাত্রী বিদ্যালয়ের ওপর অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখাতে শুরু করে। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের পক্ষ থেকে সঠিক নম্বর না পাঠানোতেই এই ফলাফল হয়েছে।

Advertisement
কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 8/9

এ নিয়ে উত্তেজনা ছড়ায় স্কুল প্রাঙ্গণে। পড়ুয়া সহ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিভাবকদের মতে এভাবে ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে।

কম নম্বর কেন, বিক্ষোভ ছাত্রছাত্রীদের
  • 9/9

স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী অভিযোগ অস্বীকার করে জানান, এ নিয়ে শিক্ষা পর্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আগামী ২৬ তারিখের মধ্যে তাদের সাথে বৈঠক করা হবে। আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্রীদের চূড়ান্ত ফলাফল দেওয়া হবে।।

Advertisement