শীত পড়তে পড়তেও পড়ছে না। আমেজ চলে এসেছে সেই কালীপুজোর পর থেকেই। কিন্তু জাঁকিয়ে শীত, সেটা কিছুতেই পড়ছে না।
আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় শীতের মাত্রা আরও বাড়তে পারে। আরও কিছুটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
তবে আগামী পাঁচদিনে দুই জেলায় বৃষ্টিপাতের কোনও রকম সম্ভাবনা নেই। দুই জেলার আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকার কথা।
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ ডিসেম্বর রবিবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে।
তবে আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দু'দিন তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তন হবে না।
তবে আবহাওয়া দপ্তর আশ্বাস দিচ্ছে,অগ্রহায়ণের শেষ সপ্তাহে তাপমাত্রার পারদ নামতে থাকবে। যা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার করে যাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে ৪ ডিসেম্বর নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে একটি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে তৈরি হতে পারে ৫ ডিসেম্বর নাগাদ।