scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

একমাসেই মুখ থুবড়ে রেলের ভিস্তাডোম, পর্যটকদের জন্য বন্ধ হল আদিবাসী নৃত্যও

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 1/10

টাকা নিয়ে টানাপোড়েনের জেরে  আলিপুরদুয়ার রেল ডিভিশন বন্ধ করে দিল বিলাসবহুল ভিস্তাডোমের ট্রেনের পর্যটকদের বিনোদনের জন্য আদিবাসী নৃত্য। ফলে পর্যটকদের কাছে ভিস্তাডোমের জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে।
 

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 2/10

পুনরায় আদিবাসী নৃত্য চালু করার জন্য আলিপুরদুয়ার রেল ডিভিশনের DRM দিলীপ কুমার সিং  IRCTC(Indian Railway cataring & tourism)-র গ্রুপ জেনারেল ম্যানেজারকে লিখিত ভাবে বিষয়টি  জানিয়েছে। 

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 3/10

পর্যটন সংস্থাগুলোর বন্ধ হয়ে যাওয়া ভিস্তাডোমের পর্যটকদের জন্য আদিবাসী নৃত্য ফের চালুর  দাবি জানিয়েছে। গত ২৮ শে আগস্ট নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে ট্যুরিস্ট স্পেশাল  বিলাসবহুল ভিস্তাডোম কোচের ট্রেনটি। 

Advertisement
বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 4/10

প্রথম দিন থেকেই এই ট্রেনের পর্যটকদের জন্য রেলের তরফে বেশ কিছু NGO-র মাধ্যেমে  আদিবাসী নৃত্যের ব্যাবস্থা করে আলিপুরদুয়ার রেল ডিভিশন।

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 5/10

নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার আসার পথে চালসা রেল স্টেশন এবং আলিপুরদুয়ার থেকে এনজেপি যাবার পথে রাজাভাতখাওয়া রেল স্টেশনে আদিবাসী নৃত্যের ব্যবস্থা করা হয়েছিলো।

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 6/10

সেই আদিবাসী নৃত্যের জন্য দুটো দলকে প্রতিদিন  বেশ কিছু টাকা দিতে হতো আলিপুরদুয়ার রেল ডিভিশনকে। নাম প্রকাশে অনিচ্ছুক আলিপুরদুয়ার রেল ডিভিশনের এক কর্তা জানিয়েছেন পর্যটকদের মনোরঞ্জন করার জন্য আদিবাসী নৃত্যের টাকা দেওয়ার কথা IRCTC-র।

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 7/10

অথচ সেই টাকা দেওয়া হচ্ছে রেলের তরফে।সেই কারণে সাময়িক ভাবে আদিবাসী নৃত্য আপাতত বন্ধ রয়েছে। এই বিষয়ে IRCTC-কে আলিপুরদুয়ার ডিভিশন থেকে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে। 

Advertisement
বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 8/10

হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কো-অর্ডিনেটর সম্রাট স্যানাল বলেন আলিপুরদুয়ার রেল ডিভিশন এবং IRCTC-র টানাপোড়েনের জেরে আদিবাসী নৃত্য থেকে বঞ্চিত হচ্ছে পর্যটকরা। রেলের এই দুই দপ্তরের টানাটানির মাশুল গুনতে হচ্ছে পর্যটকদের। 

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 9/10

দুই দপ্তরের সমন্বয়ের অভাবে বন্ধ হয়ে গেছে আদিবাসী নৃত্য। যখন ভিস্তাডোম কোচ চালু হয়েছিলো তখন হিসেব করেই সমস্ত কিছু করা হয়েছে।তার মধ্যে এই আদিবাসী নৃত্য ধরা ছিলো। 

 

বিনোদন বন্ধ, হতাশ পর্যটকরা
  • 10/10

তবে এখন কেন তা বন্ধ করে দেওয়া হচ্ছে।দুই দপ্তরের উচিত নিজেদের সমস্যা  মিটিয়ে নিয়ে অবিলম্বে ভিস্তাডোম কোচের পর্যটকদের জন্য আদিবাসী নৃত্য চালু করা।

Advertisement