scorecardresearch
 

Darjeeling: জোশীমঠের বিপর্যয়ে শঙ্কায় দার্জিলিং, স্বাস্থ্য পরীক্ষায় আসছেন বিশেষজ্ঞরা

শুধু দার্জিলিং নয়,  দেশের সমস্ত পাহাড়ি শহর সিমলা, কুলু, মানালি, শিলংয়ের মতো উত্তরাখণ্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলিও ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা।

Advertisement
যোশিমঠে বিপর্যয়ের জের! দার্জিলিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করতে আসছে বিশেষজ্ঞরা যোশিমঠে বিপর্যয়ের জের! দার্জিলিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করতে আসছে বিশেষজ্ঞরা
হাইলাইটস
  • জোশীমঠে বিপর্যয়ের জের!
  • দার্জিলিংয়ের স্বাস্থ্য পরীক্ষা হবে
  • পাহাড়ে আসছেন বিশেষজ্ঞরা

Specialists Coming To Darjeeling For Fitness Test: জোশীমঠের (Joshimath) ঘটনায় আতঙ্কিত কেন্দ্র। এবার গোটা দেশের পাহাড়ি এলাকাগুলিতে বিশেষ নজরদারি করবে বিশেষ পর্যবেক্ষক দল। উত্তরবঙ্গ সংবাদ খবরের কাগজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দার্জিলিংয়ে (Darjeeling) আসতে চলেছে বিশেষ নজরদারি দলটি। জোশীমঠের ভয়াবহ ধসের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে খবর ৷ সেই মতোই দার্জিলিংয়ে একটি দল আসবে দার্জিলিংয়ের প্রাকৃতিক ফিটনেস খতিয়ে দেখতে।

উত্তরবঙ্গ সংবাদ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু দার্জিলিং নয়,  দেশের সমস্ত পাহাড়ি শহর সিমলা, কুলু, মানালি, শিলংয়ের মতো উত্তরাখণ্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলিও ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। জানা গিয়েছে পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পরে সরাসরি রিপোর্ট পাঠানো হবে প্রধানমন্ত্রীর দফতরে। রিপোর্ট খতিয়ে দেখে তারপরই পরবর্তী পদক্ষেপ স্থির করবে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানা গিয়েছে।

বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে জোশীমঠ। ধীরে ধীরে ধসে যাচ্ছে পাহাড়ে থাকা এই তীর্থস্থানটি। জোশীমঠের মারাত্মক ধস৷ বিগত দু সপ্তাহে বেশ কয়েক সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠের কয়েকটি জায়গার ভূস্তর, যেখানে প্রশাসনের চোখের সামনেই একের পর এক বাড়ি ধসতে দেখছেন সবাই৷ ৷ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দেবভূমি উত্তরাখন্ড ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরাখন্ডের পর্যটন ব্যবসা৷

এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত হিল সিটিগুলির পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে জোশীমঠের ধসের কথা মাথায় রেখে এবার দেশের অন্যত্র অবস্থিত পাহাড়ি পর্যটন স্থানগুলির ভূস্খলনের মাত্রা এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দার্জিলিং-সহ দেশের প্রথমসারির সব পার্বত্য পর্যটনকেন্দ্রগুলির হালহদিশ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সে তালিকায় শীর্ষে রয়েছে দার্জিলিং-এর নাম। দার্জিলিং-এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।

Advertisement

বিভিন্ন সমীক্ষা আর গবেষণা বলা হয়েছে, জোশীমঠের মতো যে কোনদিন মায়ের তলায় মাটি হারাতে পারে বাংলার গর্ব দার্জিলিং। যেভাবে, সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শৈলশহরে পাহাড় কেটে গড়ে উঠছে শয়ে-শয়ে বহুতল, তাতে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে দার্জিলিং৷ চলতি মাসেই দিল্লি থেকে বাগডোগরা হয়ে দার্জিলিং এ পা রাখতে চলেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলটি আসবে বলে জানা গিয়েছে।

 

Advertisement