scorecardresearch
 

উত্তরবঙ্গে মৃত্য়ুর হার আরও কমলো, সুস্থতার হারও বাড়ছে

উত্তরবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ফের কমলো। সামান্য হলেও কমেছে মৃত্যুর সংখ্যাও। যা আশার আলো দেখাচ্ছে উত্তরের স্বাস্থ্য দপ্তরে।

Advertisement
বাড়ছে সুস্থতার হার বাড়ছে সুস্থতার হার
হাইলাইটস
  • উত্তরবঙ্গে কমছে মৃত্যুর সংখ্যা
  • বাড়ছে সুস্থতার হার
  • আশার আলো স্বাস্থ্য় দফতরে

উত্তরবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ফের কমলো। সামান্য হলেও কমেছে মৃত্যুর সংখ্যাও। যা আশার আলো দেখাচ্ছে উত্তরের স্বাস্থ্য দপ্তরে। 

শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর হার

শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের মৃতের সংখ্যা ১৮ থেকে কমে দাঁড়ালো ১৭। অন্যদিকে সংক্রমিত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৮ তে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে সুস্থতার ভারত।

শেষ ২৪ ঘন্টার মৃত্যুর খতিয়ান

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে তাদের মধ্যে ১৩ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, চার জন রায়গঞ্জ শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

আক্রান্তের সংখ্যার হার

২০৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৫৬ জন আলিপুরদুয়ারের, ২৬২ জন কোচবিহারের, ৬৩১ জন দার্জিলিংয়ের, ৬৭ জন কালিম্পংয়ের, ৪১১ জন জলপাইগুড়ির, ৩০১ জন উত্তর দিনাজপুরের, ১৩২ জন দক্ষিণ দিনাজপুর, মালদা ২৪৭ রয়েছেন। শুধু শিলিগুড়িতেই আক্রান্ত হয়েছেন ৩৯৫ জন।

সুস্থতার হার বাড়ছে

অন্যদিকে আলিপুরদুয়ারের ১২৫ জন, কোচবিহারের ২৪৪ জন, দার্জিলিংয়ের ৩১৫ জনের, কালিম্পং এর ৬৬ জন, জলপাইগুড়ির ৩২০ জন, উত্তর দিনাজপুরের ২৪৬ জন, দক্ষিণ দিনাজপুরের ১৬৭ জন, মালদার ২৯০ জন বাসিন্দা সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরেছেন। 

নার্সিংহোম ও অ্যাম্বুল্যান্সের বিরুদ্ধে অভিযোগ চলছেই

অন্যদিকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে বারবার অভিযোগ করে আসছে, পাশাপাশি বিভিন্ন অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে অসম্ভব হারে টাকা আদায়ের অভিযোগ উঠছে। যা নিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিলিগুড়িতে ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শাসক দলের নেতারা বিভিন্ন প্রশাসনিক বোর্ডে বারবার দরবার করেও তাতে কোন কাজ হচ্ছে না। অভিযোগ উঠছে তৃণমূলের একাংশ ও প্রশাসনিক কর্তাদের একাংশ যোগ সাজশ থাকতে পারে।

Advertisement

 

Advertisement