scorecardresearch
 

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টি, পাহাড়ে বিশেষ সতর্কতা

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে বিশেষ সতর্কতা। কোন জেলায় সতর্কতা।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
  • কালিম্পং বাদে অন্য়জেলাগুলিতে বৃষ্টি
  • পাহাড়ে বিশেষ সতর্কতা

যতই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া যতই অস্বস্তিকর হোক না কেন, উত্তরবঙ্গ দিব্যি রয়েছে। এদিনও উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে দফায় দফায়। তাপমাত্রাও ছিল আরামদায়ক। বৃষ্টি হওয়ায় বাতাসের আর্দ্রতা বেগ দেয়নি। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আরও বৃষ্টিপাত হবে। আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে।

আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন হাওয়া অফিসের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ মে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

২২ মে রবিবার সকালের মধ্যে কালিম্পং বাদ দিয়ে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আপাতত কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সে রকম কোনও সম্ভাবনা নেই। মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা কখনওই সহ্যের মাত্রা ছাড়াবে না।

দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে ঝড়ের তেমন সম্ভাবনা নেই। তবে বাতাসের গতি কোথাও কোথাও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হতে পারে।

উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

কোচবিহার ২১.৬

দার্জিলিং ১৪

মালদা ২৩.৪

শিলিগুড়ি ২২.৬

জলপাইগুড়ি ২৪

আলিপুরদুয়ার ২৩.২

 

Advertisement