বিহার নির্বাচন (Bihar Election 2020) শেষ হতেই এবার বিজেপির লক্ষ্য বাংলা। পশ্চিমবঙ্গের ক্ষমতা (West Bengal Election 2021) দখলে ইতিমধ্যেই কোমড় বেঁধে নেমে পড়েছে বিজেপি (BJP)। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে গোটা রাজ্যকে মোট পাঁচটি জোনে ভাগ করেছে গেরুয়া শিবির। যার মধ্যে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা হরিশ দ্বিবেদীকে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে দলের রণনীতি ঠিক করতে বুধবার শিলিগুড়ির এস এফ রোডে একটি বেসরকারি ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারলো বিজেপি নেতৃত্ব। এদিনের বৈঠকে দলের জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন সায়ন্তন বসু, আই টি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya) মত বিজেপি নেতারা।