scorecardresearch
 

Bengal Safari Park: গরমে জলকেলিতে মত্ত বেঙ্গল সাফারি পার্কের জীবকূল

Bengal Safari Park: গরমে জলকেলিতে মত্ত বেঙ্গল সাফারি পার্কের জীবকূল

নিম্নচাপ কেটে গিয়ে গরম ভালোই পড়েছে আর তার জের টের পাচ্ছে সাধারণ মানুষ বাতাসের আর্দ্রতা ঘামিয়ে ছাড়ছে আমজনতাকে লোকে দুদণ্ড শান্তি খুঁজছেন সুইমিংপুল অথবা বাড়ির বাথটাবে। জীবজন্তু জগত ও তার ব্যতিক্রম নয় এমনি দৃশ্য দেখা গেল শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বাঘ থেকে ভাল্লুক হাতি প্রত্যেকেই নিজ নিজ এলাকায় দাপিয়ে বেড়ালেন নিজেদের সুইমিংপুলে।

Animals are Enjoying Swimming Pool Bath, Viral Video