উত্তরবঙ্গের জীবন্ত ঐতিহ্যকে তুলে ধরে পর্যটন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে তিনদিন ব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল ২০২২ এর আয়োজন করল পর্যটন ব্যবসায়ীদের সংগঠন। কালিম্পঙ থেকে এই কার্নিভালের সূচনা হচ্ছে। শেষ হবে গজলডোবাতে। এই কার্নিভালে থাকবে পাহাড় ও উত্তরবঙ্গের ঐতিহ্য এবং হারাতে বসা জন জাতিগুলির সাংস্কৃতি এবং পাহাড়ের হেরিটেজ তকমা পাওয়া স্থানগুলির বিবরণ। পর্যটন ব্যবসায়ীদের আশা এই কার্নিভ্যালের ফলে মাথা তুলে দাঁড়াতে পারে উত্তরের পর্যটন শিল্প। আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে চলবে এই কার্নিভাল। থাকছে দার্জিলিং হেরিটেজ ওয়াক, টাইগার হিল থেকে ম্যাল পর্যন্ত সাইকেল রেলি, স্থানীয় শিল্পীদের সংস্কৃতি এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা।
The Bengal Himalayan Carnival is starting from 25 march 2022