scorecardresearch
 
Advertisement

Bleeding Tree of Chilapata Forest: এই গাছে আঁচড় কাটলেই রক্ত ঝরে? রয়েছে চিলাপাতার জঙ্গলে

Bleeding Tree of Chilapata Forest: এই গাছে আঁচড় কাটলেই রক্ত ঝরে? রয়েছে চিলাপাতার জঙ্গলে

গাছে আঁচড় কাটতেই দরদর গাছ থেকে ঝরে পড়ছে লাল রক্তের মতো আঠালো পদার্থ। আর এই  টানেই অস্তিত্ব সংকটে পড়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা চিলাপাতা অভয়ারণ্যে নলরাজার গড়ে জন্মানো রামগুয়া গাছের। পর্যটকদের আকর্ষণ করতে এই রামগুয়া গাছ গুলোতে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ রয়েছে স্থানীয় ট্যুরিস্ট গাইডদের বিরুদ্ধে। পরিবেশ প্রেমিদের আশংকা এই রামগুয়া গাছ গুলো যদি বনদপ্তর আইনগত ভাবে সংরক্ষণ না করে তবে অচিরেই চিলাপাতার জঙ্গল থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এই রামগুয়া গাছ। 

Bleeding Tree of Chilapata Forest

Advertisement