Advertisement

Govinda in Darjeeling: স্ত্রীর ইচ্ছাতেই দার্জিলিঙে বাড়ি বানিয়েছিলাম : গোবিন্দা

প্রায় ৩ বছর পর দার্জিলিঙে নিজের বাড়িতে বলিউড স্টার গোবিন্দা। প্রায় ১৫ বছর আগে বাড়ি বানিয়েছিলেন তিনি দার্জিলিঙে। দার্জিলিঙের সৌন্দর্য্য তাঁকে মুগ্ধ করে। দার্জিলিঙের মানুষজনের সরলতা ভাল লাগে বলে জানান তিনি। তিনি জানান তাঁর স্ত্রী নেপালের হলেও, তাঁর জন্ম কলকাতায়। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী দার্জিলিঙে বাড়ি করেন তিনি।

Bollywood star Govinda at his home in Darjeeling

Advertisement