scorecardresearch
 
Advertisement

Darjeeling Mail Controversy: দার্জিলিং মেল কার, এনজেপির না হলদিবাড়ির? তুমুল বিতর্ক দুই বিজেপি সাংসদের মধ্যে

Darjeeling Mail Controversy: দার্জিলিং মেল কার, এনজেপির না হলদিবাড়ির? তুমুল বিতর্ক দুই বিজেপি সাংসদের মধ্যে

সম্প্রতি শতাব্দী প্রাচীন দার্জিলিং মেলের উত্তরবঙ্গের প্রান্তিক স্টেশন এনজেপি থেকে সরিয়ে হলদিবাড়ি করা হয়েছে। যা নিয়ে একদিকে খুশির হাওয়া বইলেও ঐতিহাসিক এই ট্রেনটিকে প্রথমবার শিলিগুড়ির বাইরের কোনও স্টেশন থেকে ছাড়তে দেখা যাচ্ছে। যা নিয়ে শিলিগুড়ির বাসিন্দারা ও ইতিহাসবিদদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই বিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিজেপিরই দুই সাংসদ। দার্জিলিং মেলের প্রান্তিক স্টেশন বদল নিয়ে দুজনের মত পার্থক্য নিজেদের মধ্যে যোগাযোগের অভাব স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি বিতর্ক আরও উসকে দিয়েছে দু'জনের দু'রকম বিবৃতি। শুরু হয়েছে চাপন-উতরও। এখন কে সত্যি বলছেন আর কে ভুয়ো আশ্বাস দিচ্ছেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Darjeeling and Jalpaiguri's BJP MP says contradictory comment on Darjeeling mail starting station from north Bengal

Advertisement