Advertisement

Darjeeling Cheapest Tour: ১০৫ টাকায় পৌঁছন দার্জিলিং, কীভাবে জেনে নিন...

দার্জিলিং (Darjeeling) যাওয়ার ভাড়া ক্রমশ বেড়েই চলেছে। শিলিগুড়িতে (Siliguri) নেমে পর্যটকরা দিশাহারা হয়ে পড়ছেন, কিসে যাবেন, কত কম খরচে যাবেন, তাই নিয়ে। রিজার্ভ গাড়ি তো বটেই, সস্তার শেয়ারের ট্যাক্সিও আজ নাগালের বাইরে চলে গিয়েছে। এমনকী টয়ট্রেনের (Toy Train) ভাড়াও চড়া। ফলে প্রিয় শৈলশহরে পৌঁছনোর ক্ষেত্রে সমস্য়ায় পড়ছেন পর্যটকরা। কিন্তু ঠিক সময়মতো এলে এমন বিকল্প রয়েছে যাতে সস্তায় দার্জিলিং পৌঁছতে পারা সম্ভব। তাও মাত্র ১০৫ টাকায়।

Darjeeling Cheapest Tour. know all details here.

Advertisement
POST A COMMENT