গ্রীষ্মের ছুটিতে পাহাড় যাবেন? দার্জিলিঙে সামার ফেস্টিভ্যাল শুরু করল দার্জিলিং হিমালয়ান রেল বা DHR। কার্শিয়াং স্টেশনে এই প্রথম পর্যটনের প্রচারে ডিএইচআর-এর একমাস ব্যাপী অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, হরেক কিশিমের খাবার। যাতে পর্যটকরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে স্থানীয় নেপালি খাবারও উপভোগ করতে পারেন। ঘুম স্টেশনে এটা শুরু হয়েছে চলতি মাসের ১ তারিখ থেকে। তবে কার্শিয়াংয়ে হচ্ছে অনেক ব্যাপক আকারে। ছিলেন ডিআরএম শুভেন্দ্র কুমার চৌধুরী। তিনি নিজেও হিন্দি গান গেয়েছেন। ছিলেন কার্সিয়ংয়ের এসডিও। সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এবং বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। ১ মার্চ থেকে টয় ট্রেনের ভাড়াও সিট প্রতি ১৮০ টাকা কমেছে। একই দিনে এসি বগিও পুনরায় চালু করা হয়েছিল যা NJP থেকে দার্জিলিং পর্যন্ত চলছে।
DHR started Summer Festival to promote Tourism in Darjeeling