Advertisement

Darjeeling Tiger Hill: অতিরিক্ত প্রবেশমূল্য নেওয়ার অভিযোগ, টাইগার হিলে সূর্যোদয় দর্শন মঙ্গলবার থেকে অনিশ্চিত

অতিরিক্ত ভাড়া ও প্রবেশমূল্য বৃদ্ধির অভিযোগ তুলে টাইগার হিল ভিউ পয়েন্টে পর্যটক নিয়ে যেতে অস্বীকার করল দার্জিলিংয়ের টুরিস্ট ট্যাক্সি চালকরা। সোমবারের মধ্যে সরকারের তরফে এর সমাধান বের না করতে পারলে তাঁরা মঙ্গলবার থেকে টাইগার হিলে সূর্যোদয় দেখতে কোনও পর্যটক নিয়ে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে পর্যটন মরশুমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Entry fee over price problem can cause no witness of sun rise at tiger hill of darjeeling

Advertisement
POST A COMMENT