Advertisement

Darjeeling Snowfall: পর্যটকদের জন্য খুলে গেল পাহাড়, দার্জিলিং-এ আবার তুষারপাত

পাহাড়ে আবার তুষারপাত। পঞ্চমবারের জন্য তুষারপাত হল দার্জিলিঙে। দার্জিলিং পাহাড়ের চাতকপুর, ধোত্রাই ও ঘুমে তুষারপাত হয়েছে। আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পাহাড়। এতদিন করোনাবিধির কারনে পাহাড় পর্যটকদের জন্য বন্ধ ছিল। নিয়ম শিথিল করায়, এবার থেকে পর্যটকরা পাহাড়ে যেতে পারবেন। প্রতি বছর তুষারপাত হয় সন্ধাকপুর এবং টাইগার হিলে, তবে এবার ঘুম, চাতকপুর এবং চিমনিতে তুষারপাত হয়েছে।

heavy snowfall at darjeeling, tourist enjoying so much

Advertisement