করোনার ধাক্কা কাটিয়ে ফের ভেষজ আবির উৎপাদন শুরু করল বনদফতর। গত দুবছর উত্তরবঙ্গে ভেষজ আবীর উৎপাদন বন্ধ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আবার উৎপাদন শুরে করে বনদফতর। হোলির সময় বাজারজাত নানা রঙের আবিরের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। অনেক সময় দেখা যায় বাজারজাত আবীর ত্বকের ক্ষতি করে। অনেকেরই চাহিদা থাকে ভেষজ আবিরের। সেই কথা মাথা রেখে শিলিগুড়ি সংলগ্ন ব্যাঙডুবির নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশন তৈরি করে এই আবির।
north bengal forest department started to make herbal abir