scorecardresearch
 
Advertisement

Honeymoon Spots Near Darjeeling: 'দু'জনে কু'জনে' হানিমুন করুন দার্জিলিংয়ের এই স্বর্গের মতো সুন্দর জায়গায়

Honeymoon Spots Near Darjeeling: 'দু'জনে কু'জনে' হানিমুন করুন দার্জিলিংয়ের এই স্বর্গের মতো সুন্দর জায়গায়

বিয়ের মরশুম ঢুকে গিয়েছে। নতুন  দম্পতিদের জন্য হানিমুন হল জীবনের এমন একটি বিশেষ ঘটনা, যা বিয়ের পর দম্পতিকে কাছাকাছি নিয়ে আসে। অনেকেই নিরিবিলি অথচ সুন্দর জায়গায় হানিমুন ডেস্টিনেশন খোঁজেন। কিন্তু সবার পক্ষে তো মালদ্বীপ এমনকী সিমলা-কাশ্মীর পর্যন্ত হানিমুনে যাওয়া সম্ভব নয়। বদলে আপনাকে বিদেশি ফিল দিতে পারে দার্জিলিং পাহাড়ের আশেপাশের কিছু অফবিট জায়গা। নবদম্পতির জন্য সেরা পাঁচটি হানিমুন ডেস্টিনেশনের খোঁজ দিচ্ছি। যেখানে গেলে ঠকবেন না।

5 Honeymoon Spots Near Darjeeling

Advertisement