করোনার কারনে দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর চালু হল ভারত-নেপাল বাস পরিষেবা। আপাতত সপ্তাহে তিনদিন মিলবে এই পরিষেবা । পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী সপ্তাহে প্রতিদিন মিলতে পারে এই পরিষেবা। প্রতিদিন দুপুর তিনটার সময় শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে নেপালের উদ্দেশ্য রওনা দেবে। তবে যাত্রীদের অবশ্যই করোনার টিকার দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
India Nepal bus service starte after 20 months