scorecardresearch
 
Advertisement

International Women's Day 2022: সমস্ত কর্মী এখানে মহিলা, রাজ্যে মহিলা পরিচালিত শিলিগুড়ি টাউন রেল স্টেশন

International Women's Day 2022: সমস্ত কর্মী এখানে মহিলা, রাজ্যে মহিলা পরিচালিত শিলিগুড়ি টাউন রেল স্টেশন

শিলিগুড়ি টাউন স্টেশন। মহিলা দ্বারা পরিচালিত একমাত্র রেল স্টেশন। এখানকার সব কর্মী মহিলা। স্টেশন মাস্টার থেকে শুরু করে সমস্ত বিভাগে কর্মরত রয়েছেন মহিলারা। রাজ্যে শিলিগুড়ির টাউন স্টেশনই একমাত্র প্রথম মহিলা পরিচালিত রেল স্টেশন। শুধু তাই নয় উত্তর পূর্ব সীমান্ত রেলেরও এটি একমাত্র মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন। স্টেশনে তিনটি শিফটে মোট ৩০ জন মহিলা কর্মী রয়েছেন। স্টেশনের ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন প্রতিমা দে । তাছাড়াও সিগনালিং, পোটার পয়েন্টসম্যান এবং টিকিট কাউন্টার সবকিছুতেই এখানে মহিলা কর্মী রয়েছেন। স্টেশন ইনচার্জ প্রতিমা দে বলেন,২০১৯ সালে এই স্টেশনটি সম্পূর্ণভাবে মহিলা দ্বারা চালিত করা হয়।

Siliguri Town Railway Station run by women in the state

Advertisement