Advertisement

Mamata Banejee Making Momo: দার্জিলিঙে মোমো বানালেন মমতা, দেখুন

চা ছেড়ে এবার মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এখন দার্জিলিঙে রয়েছেন মমতা। এর আগে চায়ের দোকানে চা বানিয়ে খবরের শিরোণামে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি দার্জিলিঙে মোমো বানাতে শুরু করেন। প্রতিদিনের মতো প্রাতর্ভ্রমণে বেড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে দেখেন মোমোর দোকান। তাঁর ইচ্ছা হয় মোমো বানানোর। সেই মতো তিনি মোমো বানাতে শুরু করে দেন ।

mamata banejee making momo in darjeeling

Advertisement