scorecardresearch
 
Advertisement

Jalpaiguri Car Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে শিলিগুড়ির কাছে মংপংয়ের দুর্ঘটনা, মৃত ৪

Jalpaiguri Car Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে শিলিগুড়ির কাছে মংপংয়ের দুর্ঘটনা, মৃত ৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মংপংয়ের কাছে রুংডুং সেতুতে। মৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা। তাঁরা হলেন, শাহিল শেখ (২৩) এবং শুক্লা কুন্ডু ( ৫৭)। এছাড়া রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা তিলক মন্ডল (৩৪) এবং মুর্শিদাবাদের রাজু শেখ (২৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গাড়িটি বানারহাট থেকে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা। বাকি ২ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Jalpaiguri Car Accident

Advertisement