বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর। ঘটনায় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। পাচারের আগে উদ্ধার হওয়া দুটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হলো এলেক্সা নামক ওই ক্যাঙ্গারুর। আরেক সঙ্গী ক্যাঙ্গারু জেভিয়ারও গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। পার্ক কর্তৃপক্ষের একাংশের মতে, মাশরুম খাওয়ার ফলে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে এলেক্সার। আবার আরেক অংশের মতে, পার্কে আসা পর্যটকদের থেকে বাইরের ফাস্ট ফুড খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ওই ক্যাঙ্গারুর। গোটা বিষয়ে পার্কের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার তিন পশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের উপস্থিতিতে ক্যাঙ্গারুটির বেঙ্গল সাফারি পার্কেই ময়নাতদন্ত হবে। এলেক্সার মৃত্যুর পর ক্যাঙ্গারুর এনক্লোজারটি সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদেরও সেখানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
Kangaroo Death