বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে ব্যাঘ্রগণনা। গরুমারা, নেওড়াভ্যালি ও চাপড়ামারি জঙ্গলে মোট ৩০টি দল এই বাঘ গণনার কাজ করবেন বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। তিনদিন ধরে চলবে এই বাঘ গণনার কাজ। তিনভাবে হবে বাঘ গণনা। হেঁটে, হাতির পিঠে ও ট্র্যাপ ক্যামেরা ধরা ছবির ভিত্তিতে হবে বাঘ গণনা। পাশাপাশি মল সংগ্ৰহ, পায়ের ছাপ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। এদিকে বাঘ গণনার কারণে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু জঙ্গল সাফারি ও নজরমিনারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রবেশের সময়ও বদল করা হয়েছে। তবে এটি মাঝে মধ্যে সুবিধার জন্য বদলে দেওয়া হচ্ছে। তাই ঘুরতে আসার আগে জঙ্গলগুলিতে সাফারি সম্পর্কে ভাল করে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Tiger Census is about to start in North Bengal