Advertisement

Rope-Way Siliguri: এবার শিলিগুড়ি থেকে রোপওয়েতে দার্জিলিং পাহাড়, রোহিনী থেকে কার্শিয়াং মাত্র ৩০ মিনিটে

শিলিগুড়ি থেকেই এবার রোপওয়েতে পাহাড়ে যাওয়ার সুযোগ মিলবে। সৌজন্যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA). সমতল থেকে সোজা পাহাড়ে যাওয়া যাবে অল্প কিছুদিনের মধ্য়েই। এর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কবে থেকে মিলবে সুযোগ দেখে নিন।

Advertisement
POST A COMMENT