scorecardresearch
 
Advertisement

Orange Village Sittong: শিলিগুড়ি-কালিম্পং থেকে খুব কাছে, কমলালেবু গ্রাম সিটং যেন এক টুকরো ইউরোপ

Orange Village Sittong: শিলিগুড়ি-কালিম্পং থেকে খুব কাছে, কমলালেবু গ্রাম সিটং যেন এক টুকরো ইউরোপ

দার্জিলিং-এর চা-পাতা, টয়ট্রেনের সঙ্গে একযোগে কমলালেবুর কথা বলেন সবাই। অনেকেই জানেন না, দার্জিলিং-এর কমলালেবুর সিংহভাগই উৎপন্ন হয় সিটংয়ে। মংপু থেকে ৮ কিলোমটার দূরে এই গ্রামকে সকলে বলেন কমলা গ্রাম বা অরেঞ্জ ভিলেজ। শীতকাল থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত ঘুরতে গেলে গাছে গাছে ঝুলে থাকতে দেখবেন কমলালেবু। কমলার মরশুম শেষ হয়ে গেলে শীত, গ্রীষ্ম, বসন্ত কিংবা বর্ষায় এর অন্য রূপ। অনেকেই সিটংয়ের রূপে মুগ্ধ হয়ে বলেন এ যেন এক টুকরো ইউরোপ

sittong of darjeeling beauty of nature produces orange of darjeeling

Advertisement