Advertisement

Snowfall Forecast in Darjeeling: তুষারপাতের আভাস পেতেই পাহাড়মুখী জনতা, ইয়ারএন্ডের বুকিং খুঁজছেন সকলেই

আবহাওয়া দপ্তরের তরফে ডিসেম্বরের শেষ সপ্তাহে দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ফোরকাস্ট হাতে পেতেই গোটা বাংলার হাওয়া এখন উত্তরমুখী। ২৫ শে ডিসেম্বর থেকে সপ্তাহখানেকের ছুটি রয়েছে রাজ্যজুড়ে। মোটামুটি ২০ থেকে জানুয়ারির ৬-৭ তারিখ পর্যন্ত পাহাড়ে বুকিং এর ঘনঘটা। সকলেই চান সেই সময় যদি তুষারপাত হয়, তাহলে তার সাক্ষী থাকবেন আপনি। দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, সান্দাকফুর আশপাশের লোকেশন খুঁজছেন সবাই। ফলে পুজোর পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পর্যটনের হালকা যে ভাঁটা পড়েছিল তা ডিসেম্বরে পুষিয়ে যাবে বলে আশা করছেন পর্যটনের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ।

Snowfall Forecast in Darjeeling. know all details here.

Advertisement
POST A COMMENT