scorecardresearch
 
Advertisement

Tea Tourism: চায়ের সঙ্গে বসবাস শিলিগুড়ির নতুন আকর্ষণ

Tea Tourism: চায়ের সঙ্গে বসবাস শিলিগুড়ির নতুন আকর্ষণ

চা বাগান মানেই উত্তরবঙ্গ। চা বাগান মানেই টাটকা বাতাস। শহুরে ব্যস্ততা থেকে বেরিয়ে বুক ভরে খোলা বাতাসে নিঃশাস। তরাই থেকে ডুয়ার্স, সবুজ গালিচার মত চা বাগানে চা-পাতার গন্ধ গায়ে মেখে কে না, ঘুরতে ভালোবাসে? এ রাজ্যের দক্ষিণবঙ্গ তো বটেই, অন্য রাজ্যের মানুষও প্রতিনিয়ত ছুটে আসেন চা বাগানের টানে। তাই তো টি-টুরিজম জনপ্রিয় হচ্ছে। এতে পর্যটকদের ঝোঁক রয়েছে দেখে রাজ্য পর্যটন দফতরও উৎসাহ দিচ্ছেন টি-টুরিজমে। তবে শুধু অন্য জায়গার মানুষের কাছেই নয়, উত্তরবঙ্গের মানুষের কাছেও শহরের ঘিঞ্জি, যানজট এড়িয়ে কয়েকটা দিন চা-বাগানের সবুজ পরিবেশে খোলা হাওয়ায় ফুসফুসে জীবনীশক্তি ভরে নেওয়ার প্রলোভন এড়ানো কঠিন।

Tea tourism near by siliguri city

Advertisement