২ তারিখ বিকেলে করোনা সতর্ক বার্তা নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ পাঠানো হয় বনদফতরের কাছে। এরপরই বনদফতর রাতারাতি সিদ্ধান্ত নেয় সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ৩ তারিখ সকাল থেকেই বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ৩ তারিখ সকালে পর্যটকদের জঙ্গলে হাতি সাফারি এবং জিপ সাফারির উপর নিষেধাজ্ঞা জারি করে। এতেই বিপাকে পড়ে যান পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী মহল এবং বেড়াতে আসা পর্যটকরা।
Tourists protesting the return of money for a jungle safari in Dooars