Advertisement

Toy Train Joy Ride: পুজোয় টয়ট্রেনের দার্জিলিং থেকে কার্শিয়াং জয় রাইডের কোচ বাড়ছে

পর্যটকের ভিড় সামাল দিতে দার্জিলিং থেকে কার্শিয়াং জয় রাইডের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। আগেই আভাস দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার তারা নোটিশ জারি করে দিয়েছে। ১ অক্টোবর থেকে বাড়তি কোচ দুটি কোচের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ফলে কিছু বাড়তি পর্যটক জয়রাইডের স্বাদ নিতে পারবেন। অন্যদিকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেনেও বাড়তি কোচ দেওয়ার ব্যপারে চিন্তাভাবনা করছে রেল।

toy train joy ride newsinformation

Advertisement
POST A COMMENT