scorecardresearch
 

Offbeat Destination of Kalimpong: কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলির নামই শোনেননি অনেকে, অথচ সৌন্দর্যে টেক্কা দেয় তাবড় পর্যটনকেন্দ্রকে

Offbeat Destination of Kalimpong: কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলির নামই শোনেননি অনেকে, অথচ সৌন্দর্যে টেক্কা দেয় তাবড় পর্যটনকেন্দ্রকে

হাতে ছুটি আছে, পকেটে জমানো কিছু পয়সাও আছে। পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছাও আছে। কিন্তু যেখানে যাবেন সেখানে জায়গা নেই। তাহলে কী করবেন? দার্জিলিং, কালিম্পংয়ের চেনা জায়গায় হোটেল-হোমস্টে সব ভর্তি। তাহলে? বিকল্প হাতের কাছেই আছে। কিন্তু জানেনই না। কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলি সৌন্দর্যে টেক্কা দেয় তাবড় জায়গাকে। দুর্গাপুজো ও কালীপুজোর মাঝে হাতে থাকা ছুটিতে ঘুরে আসতে পারেন। একবার ঢুঁ মেরে দেখুন, আর কোথাও যেতে মন চাইবে না।

unknown offbeat destination of kalimpong