Weather Forecast: পুজোর আগেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।
তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। আগামী ৩০ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
১ তারিখ থেকে মহাষষ্ঠী। সেদিন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সেই সময়ে বাড়তে পারে।