টিটাগড় বিবেকনগর এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। আতঙ্কে গোটা পরিবারের সকলে।
টিটাগড়ের বিবেকনগর এলাকায় শনিবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে। সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত সুরজ শেঠের বাড়িতে।
সেই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন গোটা পরিবারের সদস্যরা। হঠাৎই একটি বোমা বাড়ির সামনে ফেলা হয়। বোমার আওয়াজ পেয়ে জেগে দেখতে আসেন সূরজ।
যখন সূরজ দোতলার বারান্দার দিকে আসার চেষ্টা করেন, সেই সময়ে আরও দুটি থেকে তিনটি বোমা ফেলা হয় দোতলার বারান্দা লক্ষ্য করে।
বিজেপি কর্মীর বক্তব্য, নির্বাচন হয়ে গেলেও যেহেতু তারা বিজেপি করেছিলেন, সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে ভয় দেখাতেই বোমাবাজি করছে।
তিনি জানান, তার গোটা পরিবার আতঙ্কিত। কারণ নির্বাচনের আগে এবং পরে মিলিয়ে প্রায় ৩ থেকে ৪ বার তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
খড়দহ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও টিটাগর পুরসভার পুরপ্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত চৌধুরী গোটা অভিযোগ অস্বীকার করেন।
অন্যদিকে গতকাল রাতেই টিটাগড় এপি দেবী রোডে সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়ি লক্ষ্য করে শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে।
তবে ব্যবসায়ী, তাঁর স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য এই মুহূর্তে তারা সপরিবারে রাজ্যের বাইরে রয়েছেন। ফলে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।
গত বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লার প্রধান নির্বাচনী কার্যালয় ছিল এই বাড়ির একতলায। এই ব্যবসায়ী টিটাগর পৌরসভার বিদায়ী পৌরপিতা তথা বিজেপি নেতা মনির শুক্লার ঘনিষ্ঠ ছিলেন সুরেশ সাউ।