scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

ঘূর্ণিঝড়ের প্রভাব! উত্তাল দিঘার সমুদ্র, সরানো হচ্ছে পর্যটকদের

দিঘার
  • 1/10

জাওয়াদের জেরে উত্তাল দিঘার সমুদ্র। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সরানো হচ্ছে পর্যটকদের।

দিঘাতে
  • 2/10

ঘূর্ণিঝড়ের জেরে সকাল থেকে হালকা বৃষ্টি চলছে দিঘাতে। ছাতা মাথায় নিয়ে সমুদ্রতীরে দেখা যায় বেশ কয়েকজন পর্যটকদের। 

সমুদ্রতীরে
  • 3/10

পরে সেই সব পর্যটকদের সরানো হয়। দিঘার সমুদ্রতীরে কড়া নজর রাখা হচ্ছে।
 

Advertisement
বাড়তি
  • 4/10

এদিন সকাল থেকেই উত্তাল রয়েছে দিঘার সমুদ্র। তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
 

বৃষ্টিপাত
  • 5/10

পূর্বাভাস অনুযায়ী, দিঘাতে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 

নিরাপদ
  • 6/10

আপাতত দিঘার সমুদ্রতীর থেকে হকার এবং পর্যটকদের সরানো হয়েছে। নিরাপদ স্থানে নেওয়া হয়েছে
 

অপ্রীতিকর
  • 7/10

এর পাশাপাশি পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। অপ্রীতিকর ব্যবস্থা এড়ানো সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

Advertisement
হয়েছে
  • 8/10

মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মন্দারমণিতেও জারি হয়েছে সতর্কতা।

প্রচার
  • 9/10

গত কয়েকদিন ধরেই দিঘায় মাইকিং করে প্রচার চালানো হয়েছিল। সতর্ক করা হচ্ছিল সকলকে। 

আগামীকাল
  • 10/10

এদিন সকাল থেকে উত্তাল সমুদ্র। আগামীকাল পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।


 

Advertisement