জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনে। মেঘলা আকাশ। সেই সঙ্গে নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে এই এলাকায় কড়া নজর রেখেছে প্রশাসন।
পূর্ণিমার ভরা কোটাল এর জেরে ইতিমধ্যেই সুন্দরবনের নদী গুলিতে জল বাড়তে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে মৎস্যজীবীদের ইতিমধ্যেই নদী থেকে উঠে আসতে বলা হয়েছে
বিগত দুটি ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের নদীবক্ষে চলা লঞ্চ ও ভুটভুটি গুলিও।
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়ে লঞ্চ ভুটভুটি গুলিকে নিরাপদ জায়গায় ইতিমধ্যেই নোঙর করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টির কবলে পড়তে পারে উপকূলীয় এলাকাগুলি। সেই তালিকায় সুন্দরবনও রয়েছে।
তাই আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। পূর্বাভাস অনুযায়ী, পুরীর খুব কাছেই অভিমুখ রয়েছে এই ঘূর্ণিঝড়ের।