ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নির্মীয়মান বহুতল থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চার জন পরিযায়ী শ্রমিকের।
আচমকা এমনভাবে মৃত্যুর ঘটনায় দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গোটা গ্রাম ভেঙে পড়েছে মৃতদের বাড়িতে।
আসলে গ্রামের সিংহভাগ বাড়ি থেকেই কেউ না কেউ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছে। তাই প্রত্য়েকেই ঘটনায় সমব্যথী।
রাজমিস্ত্রিদের আঁতুড়ঘর বলে পরিচিত নবাবের জেলা মুর্শিদাবাদ। এখানকার সব বাড়ি থেকেই যুবক-পুরুষরা বাইরে কাজ করতে যান।
মাস দুয়েক আগে গ্রামের অন্যান্যদের সঙ্গে ওই চার রাজমিস্ত্রী মুম্বইয়ে কাজ করতে গিয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি নির্মীয়মান বহুতলে ভাড়া ও বাঁশ বেঁধে কাজ করছিলেন। বাইরে দিয়ে মাল তোলার জন্য কাঠের লিফট তৈরি করা হয়েছিল।
কোনওভাবে দড়ির বাঁধন আলগা হয়ে যায়। কিংবা দড়ি ছিঁড়ে গিয়ে থাকতে পারে। লিফট ছিঁড়ে বহুতল থেকে নিচে পড়ে যান তাঁরা।
তাঁদের সঙ্গে সঙ্গেই অন্যান্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
চার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর গ্রামে পৌঁছাতেই কান্দি মহকুমার ভরতপুর ও খড়গ্রামে মৃতদের পরিবার এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে মৃতদের নাম ভারন মন্ডল (৩৫), অভিনাশ দাস (৩০), লক্ষ্মণ মণ্ডল (৩৪) এবং চিন্ময় কোনাই (৩০)।