Advertisement
পশ্চিমবঙ্গ

বর্ধমানে জাতীয় সড়কের ধারে উদ্ধার নীলগাই!পাচার যোগ?

  • 1/5

বর্ধমান শহরের গোদা অঞ্চলে উদ্ধার নীলগাই। স্থানীয় বাসিন্দা সেখ আজিম জানাচ্ছেন, মঙ্গলবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের পাশে নীলগাইটিকে পড়ে থাকতে দেখেন তিনি। 

  • 2/5

সেখ আজিম আরও জানাচ্ছেন, তিনি নীলগাইটিকে আহত অবস্থায় দেখেন। সেটি উঠে দাঁড়াতে পারছিল না এবং পিছনের দিক থেকে রক্তপাত হচ্ছিল। 

  • 3/5

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। তারপর নীলগাইটিকে নিয়ে যাওয়া হয় রমনাবাগান অভয়ারণ্যে।

Advertisement
  • 4/5

বর্ধমান বনবিভাগের রেঞ্জ অফিসার জগবন্ধু দে জানান, প্রাণীটির চিকিৎসা করবেন পশুচিকিৎসকরা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • 5/5

স্থানীয়দের সন্দেহ, পাচার করা হচ্ছিল নীলগাইটিকে। সেসময় হয়তো কোনওভাবে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছে প্রাণীটি। এর আগে খণ্ডঘোষের চাগ্রামেও এই ধরনের একটি নীলগাই উদ্ধার হয়েছিল বলে জানা যাচ্ছে।  

Advertisement