
সান্তাক্লজ এলেন উপহার ও আনন্দ নিয়ে। আর সান্তার ভূমিকায় পুলিশ কর্মীরা।

বড়দিন উপলক্ষে স্টেশনে থাকা গৃহহীন মানুষ গুলোর মুখে হাসি ফোটালেন তাঁরা।

বড়দিনের আগের রাতে ক্যানিং স্টেশনে থাকা গৃহহীন দুঃস্থ মানুষজনের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র এবং কেকের প্যাকট।

এই প্রসঙ্গে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান জানান, প্রতিবছরই তিনি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন জায়গায় এভাবেই মানুষের হাতে শীতবস্ত্র সহ নানান সামগ্রী তুলে দেন। এই বছর তা তুলে দেওয়া হল ক্যানিং স্টেশনে থাকা দুঃস্থ গৃহহীন মানুষের হাতে।

আর পুলিশের এই ভূমিকায় আপ্লুত স্টেশনবাসীরাও। এই প্রচণ্ড ঠাণ্ডায় শীত বস্ত্র ও কেক পেয়ে পুলিশকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।