Advertisement
পশ্চিমবঙ্গ

"কেউ খোঁজ নেয় না!" বড়দিনের উপহার হাতে অভিমানী রানু মণ্ডল

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 1/8

 সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মন্ডল তাঁর গানের জাদুতে সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছিলেন।

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 2/8

এর আগে রানাঘাট স্টেশনে গান করা রানুর জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল হঠাৎ প্রচারের আলোয় এসে। বিশেষ করে সঙ্গীত পরিচালক তথা গায়ক হিমেশ রেশামিয়ার সান্নিধ্যে এসে তাঁর গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এমনকি বিদেশে গিয়েও তিনি গান পরিবেশন করেছিলেন। 
 

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 3/8

সামনেই বড়দিন। খ্রীস্টান ধর্মাবলম্বী রানু মন্ডলের কাছে গত বছরের মতো কোনও শুভেচ্ছা বা উপহার এখনও পৌঁছায়নি। তাই এই বছর রানাঘাটের কয়েক জন সি জি মেকওভারের সদস্যরা রানুর বাড়ি গিয়ে তাঁর হাতে তুলে দিলন  কেক ও বিভিন্ন উপহার।
 

Advertisement
বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 4/8

সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি,সান্তাক্লজ ও সান্তা টুপিও। 

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 5/8


এই বছর ক্রিসমাসের হাতে গোনা দিন আগেই এমন উপহার পেয়ে খুব খুশি তিনি। 
 

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 6/8

গান শুনিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলেন রানু। আবেগপ্রবণ হয়ে তিনি বললেন,"কেউ আসেনি। তোমরা এসে এমন উপহার দিলে।"

বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 7/8

 
প্রসঙ্গত, হঠাৎ করে জনপ্রিয় হওয়া রানু মন্ডলের অবস্থা আরও খারাপ হতে শুরু লকডাউনের সময়ে। তার আগে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আয় হচ্ছিল কিছু টাকা। অতিমারীতে সেটাও বন্ধ হয়ে যায় এবং কার্যত ঘরবন্ধী রানু মন্ডল ঘরবন্ধী হয়ে পড়েন তিনিও। 
 

Advertisement
বড়দিনের উপহার পেয়ে রানু মন্ডল
  • 8/8

কেউ খোঁজ খবরও নেননি বলে অভিমানের সুর তাঁর গলায়।

Advertisement