scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

পিছন থেকে আচমকা খুলে গেল তিনটি কামরা, ১ কিমি পার করে থামলো ট্রেন, তারপর?

ফলকনামা এক্সপ্রেস
  • 1/10

বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু ঘটলো না। স্রেফ কপালজোরে। চলন্ত এক্সপ্রেস থেকে তিনটি বগি খুলে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ালো এক্সপ্রেস ট্রেনটি।

 

ফলকনামা এক্সপ্রেস
  • 2/10

১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেস বেলদা স্টেশনের কাছে পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় আচমকাই খুলে যায় তাতেই এই বিপত্তি।

ফলকনামা এক্সপ্রেস
  • 3/10

শনিবার দুপুরের বেলদা স্টেশন এলাকার ঘটনা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের লোকজন জমা হয়ে যায়। 

Advertisement
ফলকনামা এক্সপ্রেস
  • 4/10

যদিও শেষমেষ তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসী। পাশাপাশি হাঁফ ছেড়ে বাঁচেন রেল কর্তৃপক্ষের আধিকারিকরাও।

ফলকনামা এক্সপ্রেস
  • 5/10

রেলের তরফে জানানো হয়েছে, এদিন ফলকনামা এক্সপ্রেসের একটি এসি ও দুটি জেনারেল বগি, ট্রেন থেকে খুলে যাওয়ায় আটকে থেকে যায় ট্রেনের এই তিনটি বগি।

ফলকনামা এক্সপ্রেস
  • 6/10

ট্রেনে মোট ইঞ্জিন সহ মোট ২৫ টি বগি ছিল। ট্রেনটি দূরপাল্লার ও বড়। ট্রেনের তিনটি কামরা বিচ্ছিন্ন হয়েছে বোঝার আগেই ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়।

ফলকনামা এক্সপ্রেস
  • 7/10

পরে বুঝতে পেরে ট্রেনের চালক তৎপরতার সঙ্গে প্রাণপণে এমার্জেন্সি ব্রেক চাপেন। ফলে দ্রুত দাঁড় করানো সম্ভব হয় ট্রেনটিকে।

Advertisement
ফলকনামা এক্সপ্রেস
  • 8/10

এরপর ডাক পরে ইঞ্জিনিয়ারের। তিনি তড়িঘড়ি গিয়ে ট্রেনের মূল অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ট্রেনের বগি জুড়ে দেন।

ফলকনামা এক্সপ্রেস
  • 9/10

প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি। এটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া যাচ্ছিল। সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা।

ফলকনামা এক্সপ্রেস
  • 10/10

এই ঘটনার  জন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই লাইনে ট্রেন চলাচল। সতর্কতা অবলম্বন করতে আপ-ডাউন দুটি লাইনেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।

Advertisement