scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

'দিদি'র জন্মদিন, তাই সারাদিনের ভাড়া মকুব-লজেন্স বিলি 'মমতা-ভক্ত' টোটো চালকের

মিলন ঘোষ ও তাঁর টোটো
  • 1/6

পেশায় টোটো চালক। তবে তাঁর একটি অন্য পরিচয়ও আছে। তিনি 'দিদি' মানে তৃণমূলনেত্রী (TMC) তথা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্ধ সমর্থক। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা একেবারে অন্যরকম ভাবে উদযাপন করলেন নদিয়ার (Nadia) শান্তিপুরের বাগাআঁচড়া গ্রামের বাসিন্দা মিলন ঘোষ।

লজেন্স বিতরণ ও টোটো ভাড়া মকুব
  • 2/6

প্রতিদিন টোটোয় লাগানো তারা মা, বিশ্বকর্মা এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিতে ধুপ ধুনো দিয়ে টোটো নিয়ে ভাড়া খাটতে বেরোন তিনি। এদিনও তার ব্যতিক্রম হল না। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে লজেন্স বিতরণ করলেন বাচ্চাদের মধ্যে। নিলেন না টোটো ভাড়াও। 

আন্দোলনের গল্প শোনান মিলন
  • 3/6

তৃণমূলের প্রতিষ্ঠার পর সিঙ্গুর, নন্দীগ্রাম সহ বিভিন্ন আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা তিনি। টোটোয় যাতায়াতের পথে সেইসব গল্পই শোনান যাত্রীদের। তাঁর কথায় অনেক যাত্রীর মনেই দেখা দেয় প্রশ্ন। কিন্তু বিরোধিতা করলেই খুঁজে নিতে হবে অন্য টোটো।

Advertisement
বিনা ভাড়ায় পৌঁছে দেন দলীয় কর্মীদের
  • 4/6

ভাড়া পান বা না পান ভোটের সময় টোটোয় মাইক লাগিয়ে দল ও সরকারের হয়ে প্রচার করে বেরান তিনি। দলীয় কর্মী সমর্থকদের বিনা ভাড়ায় পৌঁছেও দেন বিভিন্ন জায়গায়। 
 

জুটেছে হাজতবাস
  • 5/6

তবে মিলনবাবুর এমন স্বভাবের ফল অনেক সময় তাঁদের ভুগতে হয়েছে বলে জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। বাড়িতে বোমাবামি, টোটো ভাঙচুর থেকে হাজতবাস, জুটেছে অনেক কিছুই। 

আজও একই রকম মিলন
  • 6/6

কিন্তু তারপরেও মিল ঘোষ আরও একই রকম 'দিদি ভক্ত'।

Advertisement