মকর সংক্রান্তি (Makar Sankranti 2021) বলতে যদি প্রথমেই মনে আসে গঙ্গাসাগর (Gangasagar) মেলার কথা, তবে পরেরটি অবশ্যই জয়দেব - কেন্দুলি (Joydev Kenduli) মেলা। যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে বীরভূমে (Birbhum) অজয় নদের তীরে কেন্দুলি গ্রামের এই মেলা হয়ে আসছে বাউল ফকির সাধু সন্তদের মিলন ক্ষেত্র। রাতভর বাউল গান এবং সংক্রান্তির সকালে অজয় নদে মকরের পুণ্যস্নান যেন বাংলার ঐতিহ্যের সঙ্গে পরতে পরতে জড়িয়ে রয়েছে। কিন্তু এত বছরের সেই প্রথাতেই এবার পড়তে চলেছে ছেদ। নেপথ্যে করোনা। মারণ ভাইরাসের কারণে, এই বছর জয়দেবে পুণ্যস্নানের ব্যবস্থা থাকলেও বসছে না বিপুল আকারের ঐতিহ্যবাহী মেলা। প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বাউলরাও। তবে তা সত্ত্বেও মেলা এবছরের জন্য না হওয়ায় মন খারাপ বাউলদের একাংশের।
এই প্রসঙ্গে শিল্পী বাসুদেব দাস বাউল জানাচ্ছেন, "আখরাতে যেমন হরিনাম সংকীর্তন, বাউল গান হয় তেমন হবে, তবে মানুষের জমায়েত নিষেধ। মন খুবই খারাপ। মহামিলনের জায়গা এই বছর বন্ধ থাকবে। লোকজন আসতে পারবেন না, মন তো খারাপ হবেই।" তবে শিল্পী সাধু ক্ষ্যাপা অবশ্য জানাচ্ছেন, "রোগ তো সবারই। এটা দুঃখ কষ্টের ব্যাপার নয়। যেটায় সবার মঙ্গল সেটাই ভাল। স্থানীয় আশ্রমগুলোতে গান বাজনা হবে। তবে দোকানপাট বসবে না।"
মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায় সেই জন্য প্রস্তুত প্রশাসনও। কোভিড পরিস্থিতিতে নেওয়া হচ্ছে বেশকিছু বাড়তি সতর্কতা। প্রশাসন সূত্রে খবর, মকর স্নান যতটুকু না করলেই নয়, তার ব্যবস্থা করা হচ্ছে। থাকছে থার্মাল গান, স্যানিটাইজার ও স্ক্রিনিং-এর ব্যবস্থা। প্রত্যেককেই পরতে হবে মাস্ক। কারও মাস্ক না থাকলে তাঁকে প্রশাসনের তরফে দেওয়া হবে। এছাড়াও থাকছে আইসোলেশান সেন্টার। মোতায়েন থাকবে ৩টি মেডিক্যাল টিম। থাকছে ব্যারিকেড করে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা। এককথায় মকর উপলক্ষে যাতে কোনও ভাবেই জয়দেবে ভিড় বা জমায়েত না হয় সেদিকে কড়া নজর রাখতে চলেছে পুলিশ ও প্রশাসন।