scorecardresearch
 

'প্রায়শ্চিত্ত করিয়ে তবেই দলে নেওয়া হচ্ছে,' দলত্যাগীদের তোপ অভিষেকের

উপ নির্বাচনে প্রচারে বিজেপির পাশপাশি কংগ্রেস ও বামেদেরও তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ তারিখ ৪ কেন্দ্রে উপ নির্বাচন। তারই প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এদিন তিনি বলেন, আগামী দিনে ত্রিপুরা, অসম-সহ আরও ৫ রাজ্যে জয়ের জন্য ঝাঁপাবে তৃণমূল।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • 'প্রায়শ্চিত্ত করিয়ে তবেই দলে নেওয়া হচ্ছে,'
  • দলত্যাগীদের তোপ অভিষেকের
  • বিজেপিকে কটাক্ষ অভিষেকের

উপ নির্বাচনে প্রচারে বিজেপির পাশপাশি কংগ্রেস ও বামেদেরও তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ তারিখ ৪ কেন্দ্রে উপ নির্বাচন। তারই প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এদিন তিনি বলেন, আগামী দিনে ত্রিপুরা, অসম-সহ আরও ৫ রাজ্যে জয়ের জন্য ঝাঁপাবে তৃণমূল।

অভিষেক বলেন, "কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে জোট করছে, কখনও বা আইএসএফের জন্য জোট করছে।  মানে যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হারাতে হবে। আর বিজেপিকে সুবিধা করে দিতে হবে।  কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পার্থক্য হচ্ছে, কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে ৭ বছর ধরে। ২০২৪ সালে তৃণমূল বিজেপিকে হারাবে। কংগ্রেসের দ্বারা এটা হবে না। ওদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।  বিজেপি থেকে আসলে সবাইকে তৃণমূলের ঢুকতে দেওয়া হবে না। যে কজন আছে তাঁদেরকে প্রায়শ্চিত্ত করানো হচ্ছে।" পাশাপাশি তিনি বলেন, "ইতিমধ্যে বিজেপি থেকে ৪-৫ জন বিধায়ক তৃণমূলে ঢুকেছেন। অনেকের মনেই দুঃখ কষ্ট আছে। কিন্তু সবাইকে ঢুকতে দেব না। আমি আছি। ওতো সস্তা নয়। যারা দুই একজন ঢুকছে তাঁদের প্রায়শ্চিত্ত করচ্ছি।  কর্মীদের আবেগকে মাথায় রেখে বলছি, আর যাই হোক বিশ্বাসঘাতকদের তৃণমূলে ঢুকতে দেবো না। এবারে তৃণমূল আগের থেকে আলাদা।" 

বিজেপিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, "তৃণমূল আজ কেবল বাংলায় নেই। আগামী দিনে ত্রিপুরা, অসম সহ আরো পাঁচ রাজ্যে যাবে। যেই রাজ্যে বিজেপি আছে, সেখানেও তৃণমূল সরকার গড়বে। বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার দম আছে একমাত্র তৃনমূলের।" ফের বলেন "আগামী তিন মাসের মধ্যেই গোয়ায় বিধানসভার ভোট, সেখানে বিজেপিকে হারিয়ে তৃণমূলের সরকার গড়বে। এর পরে আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় সরকার গড়ব আমরা।"

Advertisement

গোসাবা জনসভা থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বলেছিলেন সুন্দরবনকে আলাদা জেলা করে ২ লাখ কোটি টাকার উন্নয়ন করব। কিন্তু কোথায় সেই টাকা? আজকে বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণ বলেছিলাম  বহিরাগতরা আসে এবং যায়। কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়।"

Advertisement