Advertisement

Anubrata Mondal : আনারুলকে আমি আগেই সরাতাম, আশিসদার কথায় রেখেছিলাম : অনুব্রত মণ্ডল

আনারুলকে আমি আগেই সরিয়ে দিতাম। বললেন অনুব্রত মণ্ডল। ২০২১ সালে জুন মাসে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল সফাপতি অনুব্রত মণ্ডলকে একটি চিঠি লিখে সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে জানান, রামপুরহাটের ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি আনারুল হোসেনকে আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত রাখা হোক। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। এই চিঠির সত্যতা মেনে নিয়ে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, আমি আনারুলকে আগেই সরিয়ে দিতাম। আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পঞ্চায়েত পর্যন্ত রাখার কথা হয়।

I wanted to remove Anarul from the party, said Anubrat Mandal

Advertisement