scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Darjeeling Sikkim Disaster: তিস্তার জলে প্লাবিত জাতীয় সড়ক, দার্জিলিংয়ে ধসে দুমড়ে গেল গাড়ি

উত্তরে বিপর্যয়
  • 1/9

ফের ধসে বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। টানা বর্ষনের জেরে তিস্তায় জলস্তর বেড়ে রাস্তায় উঠে এসেছে।  যার জেরে মেল্লি বাজার যাওয়ার রাস্তা ধসে তিস্তার জলের নীচে।

উত্তরে বিপর্যয়
  • 2/9

কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে গাড়ি চলাচল করছে। তবে এই রাস্তা এই মরশুমে বারবার ধসে বন্ধ হয়ে যাচ্ছে, কখনও খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে।

উত্তরে বিপর্যয়
  • 3/9

এদিন প্রবল বৃষ্টিতে দার্জিলিং শহরে লেবং কার্ট রোডেও ধস নামে। দুটি গাড়ির উপর পড়ে চাঙড়, পাথর।  যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।  

Advertisement
উত্তরে বিপর্যয়
  • 4/9

তবে ধসের জেরে কিছুক্ষণ লেবং কার্ট রোডে যান চলাচল বন্ধ ছিল।  পুলিশ ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উত্তরে বিপর্যয়
  • 5/9

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে।  লাগাতার বৃষ্টিতে কিছুটা হলেও থমকে স্বাভাবিক জীবনযাত্রা। 

উত্তরে বিপর্যয়
  • 6/9

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

উত্তরে বিপর্যয়
  • 7/9

একাধিক জেলায় প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে পাহাড়ের বিভিন্ন এলাকা।

Advertisement
উত্তরে বিপর্যয়
  • 8/9

সিকিমের একাধিক এলাকায় টানা বৃষ্টিতে, সিকিমের সব নদীতে জল বেড়েছে কয়েকগুণ বেশি। ফলে আতঙ্কে প্রহর গুণছে গোটা শৈল রাজ্য।

 

উত্তরে বিপর্যয়
  • 9/9

ভুটানেও বৃষ্টিপাত হচ্ছে প্রবল। যার ফলে ডুয়ার্সের নদীতে জল বাড়ছে। ফুঁসছে উত্তরবঙ্গের ডুয়ার্সের একের পর এক নদী।

Advertisement