Advertisement
পশ্চিমবঙ্গ

Nathula Snowfall: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যেই নাথুলায় ব্যাপক তুষারপাত, খুশি পর্যটকরা

তুষারপাতের সাক্ষী রইল সিকিমের নাথুলা
  • 1/9

আজ ভারী তুষারপাতের সাক্ষী রইল সিকিমের নাথুলা। সাদা বরফে ঢেকে গিয়েছে অঞ্চল। সেই পরিবেশে বেশ খুশি পর্যটকরা। এক দিকে যেখানে সিকিম জুড়ে চলছে বৃষ্টিপাত, সেখানে নাথুলায় এহেন দৃশ্য দেখে আপ্লুত সকলে। 

সাদা বরফে অনেক পর্যটকদের আনন্দ করতে দেখা যায়
  • 2/9

সাদা বরফে ঢাকা নাথুলায় অনেক পর্যটকদের আনন্দ করতে দেখা যায়। তারা সকলেই হাসিমুখে এই দৃশ্য উপভোগ করছেন।

বরফে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে
  • 3/9

যদিও এহেন বরফে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। যার ফলে অনেকেই গাড়ি নিয়ে নাথুলার দিকে যেতে চাইছেন না।

Advertisement
প্রকৃতির এই অপরূপ খেলার সাক্ষী রয়ে গেলেন
  • 4/9

যারা এখানে পৌঁছে গিয়েছেন, তারা অবশ্য প্রকৃতির এই অপরূপ খেলার সাক্ষী রয়ে গেলেন। তারা দুই চোখ ভরে সাদা বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখছেন। 

এ দিন তুষারপাতের ইঙ্গিত আগেই ছিল
  • 5/9

এ দিন তুষারপাতের ইঙ্গিত আগেই ছিল। আর সেই সম্ভাবনাই ফলে গেল। যার ফলে বেশ আনন্দেই রয়েছেন সেখানকার পর্যটকেরা।

সিকিমে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে
  • 6/9

সিকিমে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জায়গাতেও দুর্যোগ চলতে পারে বলে খবর। তাই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হচ্ছে।

এ দিকে উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ
  • 7/9

এ দিকে উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে ব্রিজ ভেঙে ও ধসের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার ফলে প্রশাসন সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের সাবধান করেছে।

Advertisement
বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক
  • 8/9

একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। যার ফলে কার্যত বিচ্ছিন্ন হয়েছে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ।

কালিম্পং এবং মিরিকের রাস্তারও হাল খারাপ
  • 9/9

ও দিকে আবার কালিম্পং এবং মিরিকের রাস্তারও হাল খারাপ। এই দুটি জায়গার সঙ্গেও যোগযোগ বন্ধ। অতি বৃষ্টির জেরে ইতিমধ্যেই দার্জিলিঙে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ট্যুরিস্ট স্পট। এমনকী শিলিগুড়ির সঙ্গে যোগাযোগও ব্যাহত হয়েছে। 
 

Advertisement