North Bengal Weather Alert: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পরেই লাল সতর্কতায় (Red Alert) জারি করা হল উত্তরবঙ্গে।
নিম্নচাপ অক্ষরেখার প্রভাব রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। আর যার জেরেই তুমুল বৃষ্টি হতে চলেছে উত্তরের পাঁচ জেলায়। শুক্রবার ২৫ অগাস্ট থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ( heavy Rain Alert) জারি থাকবে বলে জানানো হয়েছে।
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
শনিবার অর্থাৎ ২৬ অগাস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরের জেলাগুলিতে। কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা।
বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Rain Alert) হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে।
দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস সতর্কতা জারি রয়েছে। সেসব জায়গায় যাতায়াতের উপর পর্যটকদের জন্য বিশেষ অ্যালার্ট রয়েছে।