Advertisement
পশ্চিমবঙ্গ

Saturday Snowfall In Sikkim: নতুন করে বরফে ঢাকল সিকিম, বন্ধ ছাঙ্গু লেক, নাথুলা; দার্জিলিংয়ের কী অবস্থা ?

 নতুন করে বরফে ঢাকল সিকিম, বন্ধ হল ছাঙ্গু লেক, নাথুলা
  • 1/8

Saturday Snowfall In Sikkim: ফের নতুন করে তুষারপাত শুরু হয়েছে সিকিমে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক টুরিস্ট স্পট। পূর্ব সিকিমের ছাঙ্গু (Changu), নাথুলা (Nathula), বাবা মন্দির (Baba Mandir) এলাকায় তুষারে রাস্তাবন্ধ হয়ে গিয়েছে।

 নতুন করে বরফে ঢাকল সিকিম, বন্ধ হল ছাঙ্গু লেক, নাথুলা
  • 2/8

পর্যটকদের ১৫ মাইল এলাকা পর্যন্ত পারমিট দিচ্ছে সিকিম পর্যটন। সেখান থেকে আগে আর দেওয়া হচ্ছে না। তুষারের লোভনীয় ছবি দেখে কপাল চাপড়াচ্ছেন পর্যটকরা।

 নতুন করে বরফে ঢাকল সিকিম, বন্ধ হল ছাঙ্গু লেক, নাথুলা
  • 3/8

তুষারে ঢাকা কিন্তু বিপদের আশঙ্কায় যাওয়ার উপায় নেই। ঠিক এমনই পরিস্থিতি সিকিমের বিস্তীর্ণ এলাকায়। দুর্যোগের সতর্কতা আছে। সেই সতর্কতা উপেক্ষা করলে পর্যটকরা বিপদে পড়বেন বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Advertisement
সিকিমে নতুন করে তুষারপাত
  • 4/8

সিকিমের দিকে তুষারপাতের কারণে অনেক গন্তব্যস্থলে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। রবিবার থেকেই ভারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়েছে।

সিকিমে নতুন করে তুষারপাত
  • 5/8

উত্তর সিকিমে সম্প্রতি দুর্যোগের কারণেে হাজারের বেশি পর্যটক রাস্তার উপর আটকে পড়েন। তাদের উদ্ধারে নামানো হয়েছিল সেনা। অনেককে কয়েকদিন ধরে গ্যাংটকে নামিয়ে আনা হয়।

সিকিমে নতুন করে তুষারপাত
  • 6/8

তবে মরশুমে তুষারপাতকে ঘিরে সিকিমে প্রচুর পর্যটক সমাগম হয়। বিশেষ করে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ ছিল প্রচুর পরিমাণে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের পর্যটক প্রচুর গিয়েছিল সে রাজ্যে। 

 

 

সিকিমে তুষারপাত অব্যাহত
  • 7/8

আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে উত্তর ও পূর্ব সিকিমে আগামী কয়েকদিন ভারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাবে লাগোয়া সমতলে শিলাবৃষ্টিও হতে পারে। তাই সতর্ক করা হয়েছে।

Advertisement
সিকিমে তুষারপাত অব্যাহত
  • 8/8

কয়েকদিন ধরেই শিলিগুড়ি সহ লাগোয়া সমতলে পাহাড়ের মতোই ঠান্ডার কাঁপুনি অনুভূত হচ্ছে। আলমারি, ট্রাঙ্কে উঠে যাওয়া কম্বল-মোটা চাদর নেমেছে। সন্ধ্যার পর সোয়েটার জ্যাকেট পরে বাইরে বের হতে হচ্ছে।

Advertisement